
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। তিনি ছাত্রদলের প্যানেলকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। সেকারণে ছাত্রদলের প্যানেলকে শক্তিশালী করতে, ভিপি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
তিনি জানান, ছাত্রদলের প্যানেল ভুক্ত হয়ে সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে ৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা করে ছাত্রদল। ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় থাকলেও প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মাহমুদুল মিঠু।