
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাপসী রাবেয়া হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪৭৩ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ১৩৬ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ৪০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ ছাড়াও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা ২৫৪ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির পেয়েছেন ২৪৫ ভোট আর ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৯৭ ভোট।
এর আগে বৃহস্পতিবারসকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে শুরু হয় গণনার কার্যক্রম। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।
প্রসঙ্গত, রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আর প্রার্থী ৯০২ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ এবং জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।