প্রচ্ছদ আর্ন্তজাতিক রহস্যজনক অগ্নিকাণ্ডে কানাডায় মেয়েসহ দম্পতির মৃত্যু

রহস্যজনক অগ্নিকাণ্ডে কানাডায় মেয়েসহ দম্পতির মৃত্যু

কানাডায় রহস্যজনক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কিশোরী মেয়েসহ এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনার আট দিন পর শুক্রবার (১৫ মার্চ) দগ্ধ মরদেহগুলো শনাক্ত করা হয়। পুলিশ বলছে ওন্টারিও প্রদেশে তাদের নিজ বাড়িতে এই রহস্যজনক ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গৃহস্থালির কাজ থেকে ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছিল। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে আগুন দুর্ঘটনাবশত ঘটেনি। এ অগ্নিকাণ্ডকে সন্দেহজনক উল্লেখ করে কনস্টেবল তারিন ইয়াং বলেন, আগুনের সূত্রপাত জানার জন্য সব প্রমাণসহ তল্লাশি চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ৫১ বছর বয়সী রাজিব ওয়ারিকু, তার স্ত্রী শিল্পা কোঠা (৪৭) এবং তাদের ১৬ বছর বয়সী মেয়ে মেহেক ওয়ারিকু। ওন্টারিওর আবাসিক এলাকা বিগ স্কাই ওয়ে অ্যান্ড ভ্যান কার্ক ড্রাইভের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কানাডার সংবাদমাধ্যম সিটিভি চ্যানেলকে ইয়াং বলেন, ‘এ ঘটনাকে আমরা সন্দেহজনক বলে মনে করছি। কারণ ওন্টারিও ফায়ার মার্শাল মনে করছেন, এই আগুন দুর্ঘটনাজনিত ছিল না।’ এক বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, গত ৭ মার্চ ব্র্যাম্পটনের বিগ স্কাই ওয়ে অ্যান্ড ভ্যান কার্ক ড্রাইভের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ওয়ারিকু পরিবারের প্রতিবেশী কেনেথ ইউসেফ বলেন, গত সপ্তাহে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে পরিবারের এক সদস্য তাকে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, ‘আমরা সবাই যখন দৌড়ে বের হই, ততক্ষণে বাড়িটিতে আগুন লেগে যায়। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর কয়েক ঘণ্টার মধ্যেই আগুনে সবকিছু ধুলোয় মিশে যায়।’

আগুন নিভে যাওয়ার পর পুলিশ পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে মানুষের দেহাবশেষ খুঁজে পায়। তবে কতজন নিহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।