প্রচ্ছদ জাতীয় রণক্ষেত্র নরসিংদী

রণক্ষেত্র নরসিংদী

নরসিংদীর বেলাবতে দুই ব্যবসায়ীদের ঝগড়ায় জগত মিয়া (৫০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এই ঘটনা ঘটে।

এদিকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন। আজকে জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিল। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সঙ্গে শ্যামলের কথা কাটাকাটি হয়। একসময় জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়ির বিভিন্ন রুমে ভাঙচুর চালায়। এসময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, নিহত জগত কিছুদিন আগে হ্নদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ওপর কোনো আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।