প্রচ্ছদ সারাদেশ যৌথবাহিনীর অভিযানে সাবেক আ. লীগ এমপির বাড়ি দখলমুক্ত

যৌথবাহিনীর অভিযানে সাবেক আ. লীগ এমপির বাড়ি দখলমুক্ত

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। বাড়িটির তালা ভেঙে সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের রেখেছিলেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক।

তবে শনিবার (০৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ছোট কালিবাড়ীর এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে তাদের পূর্বের ঠিকানায় নিয়ে যাওয়া হয়।

রাত সাড়ে ৯ টা হতে সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।

স্থানীয়রা জানায়, এভাবে একজনের বাড়ি দখল করা কোন কাম্য নয়। আমরা বিষয়টি থানা পুলিশকে অবগত করি। একই সাথে আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে মানসিক ভারসাম্যহীন এসব ব্যক্তিকে কোনো খাবার দেয়া হয়নি। তারা সারাদিন না খেয়েই দিন যাপন করেছেন।

সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা দাবি করেছেন, সমন্বয়ক মিষ্টি তাদের কাছে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিলো। সেই টাকা না দেয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। এ ঘটনায় মামলা দায়েরের হুমকি দিয়েছেন রওশন আরা।

তিনি বলেন, “বাড়িটি আমার স্বামী নয়, আমার নামে। আমি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি।”

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “অভিযানের সময় ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করা হয়। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে। “

সূত্র: ঢাকা পোস্ট

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।