
আয়ারল্যান্ডের সরকার এক চমকপ্রদ উদ্যোগ নিয়েছে—দেশের দূরবর্তী দ্বীপগুলোতে ফাঁকা বা পরিত্যক্ত ঘর সংস্কার করলে নাগরিকদের দেওয়া হবে সর্বোচ্চ ৯০ হাজার ডলার (প্রায় ৯৮ হাজার ইউরো) পর্যন্ত অনুদান!
২০২৩ সালে চালু হওয়া “আওয়ার লিভিং আইল্যান্ডস (Our Living Islands)” প্রকল্পের অধীনে এই অনুদান দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হলো দ্বীপগুলোর জনসংখ্যা বৃদ্ধি ও গ্রামীণ জীবনকে পুনরুজ্জীবিত করা।
আবেদনের যোগ্য হতে হলে আবেদনকারীকে আইনগতভাবে আয়ারল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশোধিত বা সংস্কার করা ঘরটিতে প্রধান আবাসস্থল হিসেবে বসবাসের অঙ্গীকার করতে হবে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে,
ফাঁকা (vacant) বাড়ি সংস্কারে সর্বোচ্চ ৫০ হাজার ইউরো,
আর অতি পরিত্যক্ত (derelict) বাড়ি পুনর্গঠনে সর্বোচ্চ ৮৪ হাজার ইউরো পর্যন্ত অনুদান দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে আয়ারল্যান্ড আশা করছে, দূরবর্তী দ্বীপগুলিতে জনবসতি ফিরবে, কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি আবারও প্রাণ ফিরে পাবে।
বিশেষজ্ঞদের মতে, এমন আকর্ষণীয় প্রণোদনা শুধু দ্বীপ নয়, পুরো আয়ারল্যান্ডের গ্রামীণ উন্নয়ন নীতিতে নতুন দিগন্ত খুলে দেবে।