
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন নেওয়ার পর নুসরাত তাবাসসুম বলেন, “আমি এনসিপির শাপলা কলি মার্কায় কুষ্টিয়া-১ আসনে নির্বাচন করতে মনোনয়ন নিয়েছি। গত ৭–৮ বছর ধরে আমি সরাসরি রাজনীতির সঙ্গে আছি, জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়েছি মাত্র এক বছর হলো। আমি জানি আমার এলাকা আর দেশের জন্য কী করতে পারবো। সবার দোয়া ও সমর্থন চাই।”
তিনি আরো বলেন, “আমরা যারা স্বপ্ন নিয়ে এগিয়েছি, যারা রাস্তায়-ঘাটে সংগ্রাম করে টিকে আছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—সেসব সহযোদ্ধা, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের দিকনির্দেশনাই আমার শক্তি।”
সূত্র : জনকণ্ঠ











































