প্রচ্ছদ সারাদেশ সিলেট বিভাগ যুবলীগ নেতার স্ত্রী ফ্যাসিস্ট আঃলীগ নেত্রীর অডিও ফাঁস

যুবলীগ নেতার স্ত্রী ফ্যাসিস্ট আঃলীগ নেত্রীর অডিও ফাঁস

সিলেট বিভাগ: সিলেটে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা রেজবি চৌধুরীর স্ত্রী আওয়ামী লীগ নেত্রীকে বিএনপিতে অনুপ্রবেশ করানোর অডিও ফাঁস। জুলাই-আগস্টে সারাদেশের মতো সিলেটেও হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তোলে।  সে আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হাতে জেলার গোলাপগঞ্জ থানায় সাতজন নিহত হয়।

হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে সফলতা আসা এ আন্দোলনের ছয় মাস যেতে না যেতেই পতিত স্বৈরাচারের দোসর এক নেত্রীকে স্থানীয় বিএনপি নেতারা তাদের স্বার্থ উদ্ধারে দলে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ঐ আঃলীগ নেত্রীর অডিওতে প্রকাশ পেয়েছে।

এমনই একটি ফোনকল ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবলীগ নেতার স্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাবান নেত্রী রুলীকে তার ফাঁস হওয়া ওয়াটস আপ কলে বলতে শোনা যায়, গোলাপগঞ্জ এলাকার স্থানীয় বিএনপি নেতারা তাকে দলে নেয়ার জন্য রীতিমতো তেল মেরে যাচ্ছেন।

তিনি আরও দাবি করেন, স্থানীয় বিএনপি নেতারা তাকে এসে বলছে যে তার মতো কোয়ালিফাইড নেত্রী এই এলাকায় আর নেই। তাকে বিএনপির বড় পদ অফার করা হচ্ছে। আওয়ামী লীগ নেত্রীর এ ফোনকল ফাঁস হবার পর ক্ষোভে ফেটে পড়েছে ত্যাগী বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় জনগণ।

স্বৈরাচারের দোসরদের দলে টানার চেষ্টা করেছে কারা তাদের চিহ্নিত করা। আওয়ামী নেত্রী রুলির বিরুদ্ধে তার সাবেক স্বামী মিছবাহ উদ্দিনকে হত্যার পর দলীয় প্রভাব খাটিয়ে এবং নিজে হাসপাতালে চাকরির সুবাদে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর অভিযোগ আছে। স্বামীকে হত্যা মামলায় রুলী ছিল প্রধান আসামি। এ ছাড়া ওই নেত্রীর স্বামী ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ঠিকাদার রেজবি চৌধুরী সহ রুলিকে গ্রেফতার করা সময়ের দাবি।

ভিডিও দেখুন… 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।