প্রচ্ছদ বিনোদন যুবতীকে বিয়ে করার জন্য ৭৫ বছরের বৃদ্ধের অনশন

যুবতীকে বিয়ে করার জন্য ৭৫ বছরের বৃদ্ধের অনশন

ভালোবাসার বয়স হয় না—এই প্রবাদকে যেন প্রমাণ করে দিচ্ছেন পিরোজপুরের মঠবাড়িয়ার ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। প্রেমিকার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে তিনি এখন অনশনে!

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ৩৫ বছর বয়সী নারীর বাড়ির সামনে বসে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন শুরু করলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা। তিনি জানান, বহুদিন আগে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে বিয়ের কথা ভাবতে শুরু করেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে নারীটি রাজি হন।

তার দাবি, সেই সম্পর্কের ধারাবাহিকতায় ওই নারী তার কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। তবে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন এবং তাকে মিথ্যা ঠিকানা দিয়ে বিভ্রান্ত করেন। কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে তিনি ওই নারীর প্রকৃত ঠিকানা খুঁজে বের করে তার বাড়িতে যান এবং বিয়ের দাবিতে অনশনে বসেন।

বৃদ্ধ কাসেম মুন্সির ভাষায়, “হয় আমাকে বিয়ে করুক, না হয় আমার টাকা ফেরত দিক। প্রতারণার বিচার চাই।”

এলাকাবাসী জানান, অভিযুক্ত নারী স্থানীয় হলেও তার বিরুদ্ধে এমন ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তারা বলেন, ওই নারী এর আগেও একাধিক ব্যক্তিকে বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তারা তার কঠিন শাস্তির দাবি জানান।

বিষয়টি আঁচ করতে পেরে নারীটি আত্মগোপনে চলে যান। তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।