প্রচ্ছদ সারাদেশ যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাষণ, সত্যতা জানালো রিউমর স্ক্যানার

যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাষণ, সত্যতা জানালো রিউমর স্ক্যানার

সারাদেশ: সম্প্রতি যুক্তরাজ্যের এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন শেখ হাসিনা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। গত ৭ ডিসেম্বর “যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক ভিডিওটি টিকটকে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

তাদের টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় এবং এটি যুক্তরাজ্যেও নয় বরং, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শেখ হাসিনার দেওয়া ভাষণের ভিডিওকে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে প্রদর্শিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

সূত্র : Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।