প্রচ্ছদ জাতীয় সচিবালয়ের অগ্নিকাণ্ডে যাদের হাত দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সচিবালয়ের অগ্নিকাণ্ডে যাদের হাত দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গতকাল গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে পরিকল্পিত মন্তব্য করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পেছনে দুর্নীতিবাজ ও বিগত দিনের ফ্যাসিবাদী আমলাদের হাত রয়েছে, যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলেছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরো জানিয়েছে, তারা মনে করে যে, ফ্যাসিবাদী আমলারা এই অগ্নিকাণ্ডের মূল হোতা। প্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাবাদী আমলারা সংস্কার কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন।

তারা অভিযোগ করেন, এসব আমলারা সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের সহযোগী হয়ে আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অগ্নিকাণ্ডে জড়িত আমলাদের দ্রুত বরখাস্ত করে বিচারের আওতায় আনার দাবি জানায়। সেই সঙ্গে জনপ্রশাসনের সংস্কারের পক্ষে তাদের পূর্ণ সমর্থনের কথাও উল্লেখ করা হয়।

এছাড়া সচিবালয়ের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর রহমানের (নয়ন) মৃত্যুতে গভীর শোক জানানো হয়। তার মৃত্যুর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, তা তদন্ত সাপেক্ষে উদঘাটনের দাবিও জানান তারা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।