যশোরে ভয়ংকর রাসেল ভাইপারের ছোবলে শিশুর মৃত্যু ঘটনাটি গুজব বলে জানা গেছে। যা নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
জানা গেছে, দুই বছর আগে কক্সবাজারের পেকুয়ায় মারা যাওয়া এক শিশুর ছবি ব্যবহার করে যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপারের ছোবলে শিশুর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত যশোর জেলায় রাসেল ভাইপারের ছোবলে কেউ আক্রান্ত হননি। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ অক্টোবর জাতীয় একটি দৈনিক পত্রিকায় বলা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ায় সাপের ছোবলে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদন ব্যবহৃত সাদেক মো. জিহানের ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্ট দিয়েছেন যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে শিশুটি মারা গেছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |