প্রচ্ছদ খেলাধুলা মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচ দেখবেন যেভাবে

মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচ দেখবেন যেভাবে

খেলাধুলা: ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মানেই হাইভোল্টেজ ম্যাচ। ক্রিকেট মাঠে এই দুই দলের দ্বৈরথের কথা সবারই জানা। সাম্প্রতিক বছরগুলোতে এমন উত্তেজনাপূর্ণ দ্বৈরথ দেখা যায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচেও। সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ দুই দলের উত্তাপে যেন ঘি ঢেলেছে।

সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি এ বছর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বাংলাদেশের।

এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে র‍্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে দেখা যাবে ফ্যানকোডে। আর শ্রীলঙ্কায় সরাসরি উপভোগ করা যাবে সিয়াথা টিভিতে। এ ছাড়া দেশটিতে অনলাইনে ডায়ালগ টিভিতে সম্প্রচার করা হবে সিরিজটি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।