প্রচ্ছদ সারাদেশ মেয়ের আবদার পূরণ করে কাঁধে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরলেন বাবা

মেয়ের আবদার পূরণ করে কাঁধে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরলেন বাবা

সারাদেশ: মুন্সিগঞ্জে বাবার ব্যাটারিচালিত অটোরিকশায় মাকে সঙ্গে নিয়ে বাবা মায়ের সঙ্গে ঘুরতে যাওয়ার বায়না পাতেন মেয়ে। আর সেই আবদার পূরণে বাড়ি থেকে বেরিয়ে লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানা গোল চত্বর এলাকায় অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই প্রাণ গেছে শান্তা (৬) নামে শিশুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ও মা। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের শিমুলিয়া মোড়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, অটোরিকশা চলাকালীন নিহত শিশু শান্তার খুনসুটিতে খেয়াল হারিয়ে ফেলেন শিশুটির বাবা দুর্ঘটনায় আহত শাকিল (২৮)। এরপর হঠাৎ সামনের দিক থেকে আসা একটি পিকআপভ্যানকে পাসকাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে গুরুতর আহত হয় নিহত শিশু শান্তাসহ তিনজন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহত শিশুসহ তার বাবা ও মাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শান্তা বরিশাল জেলার হিজলা উপজেলার গঙ্গাপুর এলাকার এই দুর্ঘটনায় আহত শাকিলের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বরিসুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। নিহতের বাবা শাকিল জানায়, সে পেশায় একজন অটোরিকশাচালক। নিহত শান্তার বাবার অটোতে চড়ে ঘুরে বেড়ানোর আবদার করে। এরপর তিনি তার স্ত্রী মেয়েকে নিয়ে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় করে শিমুলিয়া ফেরি ঘাটে ঘুরতে আসেন। মেয়েকে শিমুলিয়া ঘাট ঘুরে দেখানোর পরে দুপুরের খাওয়া-দাওয়া শেষে অটোরিকশায় করে পুনঃরায় কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পথেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারলাম এটা পদ্মা সেতু উত্তর থানার এলাকার দুর্ঘটনা। ফলে আমরা সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি। অন্যদিকে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, অসাবধানতা বসত মোড় নিতে গেলে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এই দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।