প্রচ্ছদ সারাদেশ মেয়েকে নিয়ে ছাদে উঠতে পারি না, এরই নাম কি বাংলাদেশ?

মেয়েকে নিয়ে ছাদে উঠতে পারি না, এরই নাম কি বাংলাদেশ?

‘একজন পিতা হিসেবে বলি, আমার সন্তানের বয়স ৩ বছর ৯ মাস। একজন গণমাধ্যমকর্মী হিসেবে এই যে অবস্থা ছিল, সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে, আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো আমার প্রিয় সময়টা কেড়ে নিতে পারে! এটা বাংলাদেশ হতে পারে না। যেখানে আমি আমার সন্তানকে নিয়ে বাড়ির সামনে হাঁটতে পারি না। আজ হয়তো অন্য কারও সন্তান গেছে!’

এভাবেই কোটা আন্দোলন ঘিরে দেশে চলমান সহিংস পরিস্থিতি ব্যখ্যা করেন ক্রীড়া সাংবাদিক মাহফুজুল আলম। আজ শনিবার সকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ক্রীড়া সাংবাদিকরা মানববন্ধন করেছেন। সেই মানববন্ধনে সাংবাদিক মাহফুজের এই বক্তব্য সবার হৃদয় ছুঁয়ে যায়।

মাহফুজ আরও বলেন, ‘এখানে যারা উপস্থিত আছেন, তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোনো সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্নভিন্ন করে দিবে না। এই বাংলাদেশ পাওয়ার জন্যে সম্ভবত ৩০ লক্ষ প্রাণ ১৯৭১ সালে যায়নি। এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি। বারান্দায় এসেছে কী হচ্ছে তা দেখার জন্যে, সেখান থেকে প্রাণ চলে গেছে। গণমাধ্যমকর্মী আমরা। রাস্তায় নেমেছি সংবাদ সংগ্রহের জন্যে। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর নাম বাংলাদেশ?

‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। যে দলের লোকই হোক, নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি কোনোভাবেই কাম্য নয়। তারা দেশের তারকা ক্রীড়া ব্যক্তিত্বদের অন্যায়ের প্রতিবাদ করার আহবান জানান। অন্যথায় তাদের বর্জন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সূত্র: দেশ রুপান্তর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।