হেড লাইন: ফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর নামে সত্তোরোর্ধ্ব এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের ডা. জামাল উদ্দিন খলিফার বাড়ি থেকে ওই কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলেখারকান্দা গ্রামের ডা. জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ছিলেন বৃদ্ধ ওহাব মাতুব্বর। বুধবার দিবাগত গভীর রাতে জামাল খলিফার বাড়ির তৃতীয় তলার মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে রাতেই ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে তার হাত পেছনে মুড়িয়ে বাঁধা এবং পা শক্ত করে উপুড় করা অবস্থায় পাওয়া গেছে। একই সময় মেঝে ও সিঁড়ির পাশে রক্তের ছোপও দেখা যায়। তাই প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওহাব মাতুব্বরকে হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
সূত্র: Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |