দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। লাইভে ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
মেজর ডালিমের টকশোতে উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন উনি মেজর ডালিম নন।
এসব নিয়ে সামাজিক মাধ্যমে যখন চলছে মিশ্র প্রতিক্রিয়া, তখনই অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির নিজের ফেসবুক হ্যান্ডেলে বললেন, এটা মেজর ডালিম না। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইংরেজি বর্ণমালায় লিখেছেন, ফার্স্ট অফ অল, এটা মেজর ডালিম না। চেক কমেন্ট ফর মোর।
গতকাল থেকে আজ অব্দি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল মেজর ডালিম।কেউ কেউ বলছেন ওনিই সত্যিকারের মেজর ডালিম।আবার কেউ বলছেন ওনি মেজর ডালিম নন।ডালিম ইস্যুতে যেন তর্কের ইস্যু শেষই হচ্ছে না।
উইকিপিডিয়া বলছে,মেজর ডালিমের জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৪৬।সে হিসাবে মেজর ডালিমের বর্তমান বয়স হচ্ছে,৮০ বছর।তো আশি বছরের একজন কীভাবে এত সাবলিলভাবে কথা বলতে পারেন এ নিয়েও অনেকে তুলেছেন প্রশ্ন।তবে মেজরিটি বলছে ইনি সত্যিকারের মেজর ডালিম।আর বাকি সব যারা বলছেন ওনি মেজর ডালিম নন তারা স্বৈরাচারের দোসর।
সূত্র : জনকণ্ঠ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |