প্রচ্ছদ জাতীয় মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু আর নেই

মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু আর নেই

বাল্যবন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু (৭৪) আজ পরপারে পারি জমিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পাঁচ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ছেলে অর্জুন চন্দ্র দাস।

জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামের বাল্য বন্ধু আমির হোসেন ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে জানাযায় সকলের পিছনে একটি গাছের গুড়িতে বসে বাল্যবন্ধুকে হারিয়ে কান্না করতে থাকেন সুধীর বাবু। এসময় তার এ কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কান্নার ছবি এবং মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর আন্তরিকতার বিষয় খবরের শিরোনাম হয়।

জানা গেছে, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে এক সঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের এক পর্যায়ে দুই জনই গুনবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্ততার ভীড়েও সুযোগ পেলেই দুই বন্ধুর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। অবসর সময় একসঙ্গে কাটাতেন।