প্রচ্ছদ জাতীয় মুফতি আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

মুফতি আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

শুক্রবার রাত ৮টার দিকে তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন করে মন্তব্য করেন।

এ ব্যাপারে মুঠোফোনে সাজেদুর রহমান পপ্পুর কাছে জানতে চাইলে তিনি জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত, কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না, তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না। ওয়াজ মাহফিল মৌসুমে আমির হামজা ঝিনাইদহের ৬ উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সে কারণে মুফতি আমির হামজার এই বক্তব্য দুই জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।