
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি ও জামায়াতের রাজনীতির মাঠ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠেছে। হামলা ও হুঁশিয়ারিতে গরম করছে রাজনীতির মাঠ।এক সময়ের জোটসঙ্গী বিএনপি-জামায়াত এখানে মুখোমুখি।
জামায়াত কর্মী কর্তৃক দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রনিকে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে উপজেলার দেওটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা বিএনপির আহবায়হক দিদার হোসেন দিদার, যুগ্ন আহবায়ক মাসুদুল আলম ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল তিনটায় নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কোরআন তালিম প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও শ্লীলতা হানির ঘটনা ঘটে। গত বুধবার এই ঘটনার প্রতিবাদে সোনাইমুড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলন করার পর বিএনপি’র উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নিজস্ব ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলা জামায়াতের কর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্য লিখে প্রচার করছে।
উপজেলার দেওটি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা সভানেত্রী ফাতেমা বেগম জানান, গত ২৮ অক্টোবর বিকালে উত্তর দেওটি ইউনিয়নের মাইনুদ্দিন বেপারী বাড়িতে জমায়াতের মহিলা বিভাগে উদ্যোগে কোরআন তালিমের প্রোগ্রামের আয়োজন করা হয়। বিএনপির নামধারী কতিপয়রা এসে তাদের লক্ষ্য করে গালমন্দ ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। ঘটনার দিন রাতেই এই ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম জানান, জামায়াত কর্মী কর্তৃক দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রনিকে হত্যার হুমকির দিচ্ছে।এই ঘটনায় সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার বলেন, জামায়াতের কর্মীরা দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রনিকে হুমকি দিচ্ছে। এই ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।দেওটি বাজারে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকালে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করা হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা গত বুধবার দেওটি ইউনিয়নে মহিলা জামাতের কোরআন তালিমের প্রোগ্রামে হট্টগোল করায় গত বুধবার বিকালে সোনাইমুড়ী বাজারে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বলেন, বিএনপি কর্মীরা এখানে বিভিন্ন স্থানে জামায়াতের রাজনীতিতে বাধা দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, এখানে কোরআন তালিমের প্রোগ্রামে হট্টগোল করা নিয়ে বিএনপি ও জামাতের উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি এখন শান্ত রয়েছে।
সূত্র : জনকণ্ঠ









































