প্রচ্ছদ জাতীয় মুখমণ্ডল ঢাকা আরবি ভাষায় বক্তব্যের ভাইরাল সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল

মুখমণ্ডল ঢাকা আরবি ভাষায় বক্তব্যের ভাইরাল সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল

অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদরাসার।

আরবিতে বক্তব্য দেয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে বক্তব্য দেয়ার মাঝে মাঝে ‘আল্লাহ আকবর’ উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট রামনগর জামিয়া ইসলামিয়া মাদরাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদরাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চায়ন হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদরাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ফিলিস্তিন মুসলমানের উপর নির্যাতনের দৃশ্য উপস্থাপন করেন মাদরাসার কিতাব বিভাগের তিন শিক্ষার্থী। তাদের একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে ভাষণও দেন। পাশে কর্কশিট ও কালো টেপ দিয়ে তৈরি ডামি অস্ত্র হাতে মুখ বাঁধা দুজনের প্রহরা। এটা শুধু মাত্র অভিনয়।

যশোর জামিয়া ইসলামিয়া মাদরাসার যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের অংশ।
যশোর জামিয়া ইসলামিয়া মাদরাসার যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের অংশ।

এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কা প্রকাশ করছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদরাসাটির বার্ষিক যেমন খুশি, তেমন সাজো অনুষ্ঠানের। ককশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। ঘটনাটি ভাইরাল হবার পর পুলিশ রাতেই মাদরাসা পরিদর্শন ও ডামি অস্ত্রসহ অন্যান্য উপকরণ পুলিশ হেফাজতে নিয়েছে। ভিডিওটি নিয়ে বিভ্রান্ত না হবার পরামর্শ দেন তিনি।

সুূুত্রঃ চ্যানেল 24 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।