প্রচ্ছদ অপরাধ ও বিচার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ১৮টি অভিযোগ…

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ১৮টি অভিযোগ…

অপরাধ: বেশ কিছুদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছেন মিল্টন সমাদ্দার। যিনি ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন।

তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার।

এটি মিল্টনের আসল চেহারা নয়। মিডিয়ার প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। মানবিকতার আড়ালে তিনি যা করেন, তা গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন-পালন করছেন, প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন,তাতেও আছে বিরাট গরমিল।

নিচে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ১৮টি অভিযোগ তুলে ধরা হলো…

১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)।

২. আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)।

৩. ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (কালবেলা, ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)।

৪. নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ, কালবেলা)।

৫. তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলার ভিডিও)।

৬. তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালেবেলার ভিডিও)।

৭. আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা, কালবেলা)।

৮. তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (কালবেলা, যমুনা, এটিএন)।

৯. মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)

১০. বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী? (যমুনা টিভি)

১১. তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? (কালবেলা)।

১২. খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি। (যমুনা টিভি, কালবেলা)

১৩. একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)।

১৪. মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার। (ছবি সংযুক্ত)

১৫. তিনি সাঈদী, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন। (ফেস দ্য পিপল, কালবেলা)

১৬. চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। টাকা নিয়ে আত্মসাত করা। (নিউজ লিংক কমেন্টে)

১৭। তিনি সবসময় ২টি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন। (এটিএন নিউজ লিংক কমেন্টে)।

১৮. শিশু পাচার/বিক্রি (ইত্তেফাক ভিডিও কমেন্টে)
ভোক্তা অধিকার কপি পোস্ট

– আমরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছি।