প্রচ্ছদ খেলাধুলা ‘মিডিয়া যতটা বড় করে ততটা না’, বেস্ট ফ্রেন্ড ইস্যুতে তামিম

‘মিডিয়া যতটা বড় করে ততটা না’, বেস্ট ফ্রেন্ড ইস্যুতে তামিম

খেলাধুলা: জাতীয় দলের হয়ে তামিম ইকবালের মাঠে ফেরাটা এখনো রয়েছে অনিশ্চয়তার মধ্যেই। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আলোচনায় তামিম। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ক্রিকেটার কথা বলেছেন জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। সে সময় বেস্ট ফ্রেন্ড ইস্যুতেও কথা বলেন তিনি।

ড্রেসিংরুমে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নেই-এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘পৃথিবীর কোনো দলেই সবাই সবার বেস্ট ফ্রেন্ড হয় না। সবার সঙ্গে সবার বেস্ট ফ্রেন্ড হওয়াটা জরুরিও না। আপনি যখন দেশের জন্য মাঠে খেলছেন তখন একে-অপরকে সহযোগিতা করছেন কীনা সেটাই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে অনেক কথাকে হয়তো একটু বেশি বড় করে দেখা হয়। কিন্তু জিনিসটা অতটা না।’ সেই সাক্ষাৎকারে ‘রিয়াদ ভাই হঠাৎ করে বিশ্বকাপ দলে আসলেন’, সাকিবের এমন মন্তব্যেরও জবাব দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘একজন বলেছে যে রিয়াদ ভাই কখন বাদ পড়েছে। সেই একই মানুষ একই ইন্টারভিউতে বলেছে হঠাৎ করে দেখি রিয়াদ ভাই এসে গেছে। এটা সম্মানজনক নয়। একজন লোক দেশের হয়ে ১৬ বছর খেলেছে, তাকে নূন্যতম মূল্যায়ন করা উচিত। আপনি যদি সম্মান প্রত্যাশা করেন তাহলে আপনারও উচিত সতীর্থদের সম্মান করা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।