প্রচ্ছদ জাতীয় মিজানুর রহমান নি’হত

মিজানুর রহমান নি’হত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গণপিটুনিতে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিজান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে কালিরহাট বাজার থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালিরহাট বাজার-সংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাতপরিচয় একদল লোক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, নিহত মিজানের মরদেহের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিজান কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার শহীদ উল্লার ছেলে।