আলোচিত : আমার বয়স ৭৫ বছর বছর। স্বাধীনতা যুদ্ধ নিজের চোখে দেখেছি। সবগুলো নির্বাচনে ভোট দিয়েছি। ৫ বছর অপেক্ষায় থাকি ভোট দেওয়ার জন্য। মিছা কথা কমু না, আজকে দুইটা ভোট দিছি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট কেন্দ্রের সামনে থেকে কথাগুলো বলছিলেন তমিজ উদ্দিন ভূইয়া নামের এক ভোটার। তিনি বনকোট এলাকার আলী আকবরের ছেলে।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তমিজ উদ্দিন ভূইয়া। তিনি আরও বলেন, দিন-রাতে ঘুম নাই। এই আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের ভাতিজা।
কখন তাকে ভোট দিব সেই টেনশনে ঘুম আসে না। ভোট দেওয়ার পর শান্তি লাগছে। আমার পরিবারে ৮জন ভোটার। আমার স্ত্রীও ভোট দিয়ে গেছে। আমরা চাই রাজী মোহাম্মদ ফখরুল ৩৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হোক।
উল্লেখ্য, রোববার সকাল ৮টায় বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।
নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |