দেশজুড়ে : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় গত ৯ মে সড়ক দুর্ঘটনায় মারা যান শিশু জায়েদের মা জায়েদা (৩২)। এরপর পরিচয় জানা যাচ্ছিল না শিশুটির। পরে শিশুটির মামা রবিন মিয়া পরিচয় নিশ্চিত করে। তবে ভাগ্যের নির্মম পরিহাস একমাত্র অভিভাবক মামার কাছে ঠায় হয়নি শিশু জায়েদের। এদিকে মা হারা সেই শিশু জায়েদের নতুন পরিচয় মিলেছে। তাকে দত্তক নিয়েছেন এক দম্পতি। গত সোমবার (২০ মে) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জায়েদকে তাঁদের হাতে তুলে দেয়।
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মা মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক ছিল তার মামা। তবে শিশুটির মামা অসচ্ছল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজই ছিলো জায়েদের ঠিকানা। মামা অসচ্ছল, ফলে ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়ে জায়েদের। এ পরিস্থিতিতে জেলা শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়। দশ দম্পতি তাকে দত্তক নিতে আগ্রহ দেখায়। উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত এক দম্পতির কোলে তুলে দেয়া হলো জায়েদকে।
আব্দুল কাইয়ুম আরও বলেন, ৩ মাস পরপর শিশুটির খোঁজ নেওয়া হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |