প্রথমবার নির্বাচনে এসে ঢাকা-১০ আসনে জয়লাভ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে জামানত বাজেয়াপ্ত হয়েছে আরেক চিত্রনায়িকা রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাজাহান আলী পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
অন্যদিকে, রাজশাহী-১-এ স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।
এদিকে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |