প্রচ্ছদ জাতীয় মায়ের সঙ্গে কথা বলে চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করেন নববধূ, অতঃপর…

মায়ের সঙ্গে কথা বলে চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করেন নববধূ, অতঃপর…

যশোরের মনিরামপুরে বিয়ের ছয় দিনের মাথায় মুসলিমা খাতুন (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে মেয়েটির বাবার বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর পশ্চিম পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মনিরামপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

নিহতের পরিবার জানায়, গত রোববার উপজেলার জয়পুর পশ্চিম পাড়ার আইয়ুব আলীর মেয়ে মুসলিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মামুদকাটি গ্রামের আবদুর রহমানের বিয়ে হয়। বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান মুসলিমা খাতুন। বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার কথা ছিল তার। দুপুরে মুসলিমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মায়ের সঙ্গে কথা বলে পাশে চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মুসলিমা। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মুসলিমাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এরপর তার ঝুলন্ত মরদেহ নিচে নামান।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, প্রাথমিকভাবে নববধূর অপমৃত্যুর কারণ জানা যায়নি। তরুণীর পরিবারের দাবি, তার মাথায় সমস্যা ছিল। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।