
জাতীয় সংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভোরের এই সময়কে নাশকতাকারীরা সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। তাই টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রতিদিন ২৪ ঘণ্টাই টহল ও চেকপোস্ট চালু থাকলেও এই তিন ঘণ্টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানীর তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানান, “ভোরে চিন্তাইকারী ও নাশকতাকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে। তাই ওই সময় বিশেষ নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। পুলিশ, ডিবি, সিটিটিসহ বিভিন্ন ইউনিট মাঠে থাকবে।”
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে সোমবার ভোরে বনানীতে এবং রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।









































