প্রচ্ছদ জাতীয় মাঝনদীতে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল, অতঃপর…

মাঝনদীতে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল, অতঃপর…

বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী ‘সুপার সনিক-৭’ লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল হয়ে কীর্তনখোলা নদীর মাঝখানে আটকা পড়েছিল। খবর পেয়ে অপর একটি লঞ্চ গিয়ে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়। কিন্তু বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ঘাট থেকে ‘সুপার সনিক-৭’ লঞ্চটি বরিশাল নৌবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। পথে নদীর চরমোনাই এলাকায় লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও বলেন, পরে আমরা খবর পেয়ে লঞ্চের মালিকপক্ষকে জানাই। তারা ‘সুপার সনিক-৮’ নামের অপর একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারের জন্য পাঠায়। রাত ৯টার দিকে লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে লঞ্চের এক যাত্রী বলেন, বিকেল ৫টার দিকে পাতারহাট ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে একটি চরে নোঙর করা হয়। পরে রাত ৯টার দিকে একই কোম্পানির আরেকটি লঞ্চ গিয়ে আমাদের উদ্ধার করে।
সূত্র : আরটিভি

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।