বাংলাদেশ: সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী হোসনে আরা রাণী জানিয়েছেন, এবার মনোনয়ন না পেলে বেহেশতে গিয়ে বঙ্গবন্ধুর কাছে বিচার দেবেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। হোসনে আরা রাণী জানান, রাজনীতি করার কারণে তার বিয়েও হয়নি। কেউ তাকে বিয়েও করতে চায়নি। তার বাবা-মাকে সমাজের বাইরে রাখা হয়েছিল। নামাজ-রোজা করতেও দেওয়া হয়নি।
হোসনে আরা রাণী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে অবগত আছেন। ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাথরঘাটার মহিলা সম্পাদিকা ছিলেন তিনি। সেখান থেকে দীর্ঘ লড়াই করেছেন। ১৯৭১ সালে তার পরিবার অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি ১৯ বার জেল খেটেছেন। জেলে থাকাকালে তার মা মারা যান কিন্তু তিনি দেখতে পারেননি। হোসনে আরা রাণী বলেন, তার চেয়ে ত্যাগী আর কেউ থাকলে মনোনয়ন পাক। তবে তিনি আশাবাদী তার ত্যাগ-তিতিক্ষিার যথাযথ মূল্যায়ন পাবেন।
উল্লেখ, আজ সকাল থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি। প্রথম দিনেই ৮১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এ থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |