
সারাদেশ: বরিশাল নগরীতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে নগরীর গোরস্থান রোডের ধোপাবাড়ির মোড় এলাকার ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুসরাত জাহান (২৪)। ঝালকাঠি জেলার পিপইলতা গ্রামের আব্দুল আলীমের মেয়ে নুসরাত। তার স্বামীর নাম জাকির হোসেন। নুসরাত এক সন্তানের জননী ছিলেন। গৃহবধূর মায়ের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে টুকটাক ঝগড়া লেগেই থাকতো। এ কারণে ছয় বছরের শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতো নুসরাত। তবে কি কারণে আত্মহননের পথ বেছে নিলো নুসরাত তা জানাতে পারেননি তিনি।
নুসরাতের মা আরও বলেন, রাতের খাবার খেয়ে যে যার মতো আমরা সবাই ঘুমাতে যাই। রাত দুইটার দিকে আমার ফোনে একজন কল দিয়ে জানান নুসরাত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। তখন নুসরাতের রুমের দরজা ভেঙে দেখতে পাই জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল হাসপাতালে নিয়ে যাই। তখন জরুরি বিভাগের চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। কি অভিমানে আমার মেয়ে আত্মহত্যা করলো তা জানতে পারলাম না। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |