প্রচ্ছদ জাতীয় ভোট কবে, প্রধান উপদেষ্টার বরাতে জানালো বিএনপি

ভোট কবে, প্রধান উপদেষ্টার বরাতে জানালো বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে করেছে বিএনপির আট সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার পর প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি অমূলক।

মির্জা ফখরুল জানান, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলছে। তারা এ বিষয়ে জানাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জানান, স্থানীয় প্রশাসন কাজ করছে। আশাকরি আজকে রাতের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে।

প্রতিনিধিদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যদের মধ্যে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।