হেড লাইন: রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। ভোটার উপস্থিতি না থাকায় বুথে পোলিং এজেন্টরা ঘুমিয়ে সময় পার করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচ তলার এই ভোটকেন্দ্রে তিন ঘণ্টায় মোট ৬ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললে চলে। ভোটার না থাকায় অলস সময় পার করতে দেখা যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেলিম আহমেদ জানান, এই কেন্দ্রে ১০ হাজার ভোটার আছে। এর মধ্যে ৬ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে ভোটার উপস্থিতি নেই বললে চলে। তবে আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আসবেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |