হেড লাইন: ভিসা না পাওয়ায় ভারত যেতে পারেননি ২০ বছর বয়সী ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির। ইতোমধ্যেই প্রতিভাবান এই ক্রিকেটার ফিরে গেছেন ইংল্যান্ডে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইংলিশ এই স্পিনারের। এই ঘটনায় ভারতকে কঠিন বার্তা দিয়েছে যুক্তরাজ্য।
টেস্ট খেলার লক্ষ্যে আবুধাবি থেকে বর্তমানে ভারত অবস্থান করছে ভারত। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে ভারত আসা হয়নি বশিরের। এই ঘটনার পরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে একটি বার্তা দেয়া হয়। যেখানে ভিসা প্রদানের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকের সঙ্গে ভালো ব্যবহার করবে ভারত, এমনটাই প্রত্যাশা করেন তিনি। যুক্তরাজ্যের দেয়া সেই বার্তায় বলা হয়, ‘আশা করবো ভিসা প্রদানের ক্ষেত্রে সকল ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তেমনি কেউ কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে। ’
ভারত সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করে ১১ ডিসেম্বর। তখনই ভিসার জন্য ক্রিকেটারদের কাগজপত্র জমা দেয়া হয়। বাকি ক্রিকেটাররা ভিসা পেলেও পাননি বশির। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, এ সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছাতে পারবেন বশির। এদিকে, বশিরের সঙ্গে এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তরুণ ক্রিকেটার হিসেবে এমনটি বশিরের জন্য হতাশার বলেও মন্তব্য করেন তিনি। বেন স্টোকস বলেন, ‘আমরা ডিসেম্বরে স্কোয়াড ঘোষণা করেছি। আর বশির এখন ভারত যেতে ভিসা পাচ্ছে না। এটা হতাশার, যাকে আমরা দলে নিয়েছি তাকে এখনো পাইনি। তরুণ ক্রিকেটার সে। তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার। ’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |