
শুক্রবার রাতের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর)। তার সঙ্গে ফোনে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নুর ও অন্যান্যদের উপর নৃশংস হামলার নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করে তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন। নুরের সাথে ২০২৪ সালের দুটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন-
“ছবি দুটি ২০২৪ সালের শুরুতে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার পার্টিতে একটি জাতীয় দৈনিকের তোলা। এক টেবিলে আমি, ডাকসু ভিপি নুরুল হক নুর, যুক্তরাষ্ট্র দূতাবাসের তৎকালীন পলিটিকাল চিফ শ্যারিন, ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ, পাকিস্তান হাইকমিশনের (সম্ভবত) জামিল, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত (প্রয়াত) সিরাজুল ইসলাম, আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (বর্তমান আইন উপদেষ্টা) আসিফ নজরুল, এনডিএম‘র চেয়ারম্যান ববি হাজ্জাজ। আড্ডার এক পর্যায়ে নুরের কন্যার দিকে তাকিয়ে বন্ধু ম্যাথিউ আমাকে বলে “তারিক, এই সুইট বেবিটাকেতো চিনলাম না!” (ম্যাথিউ তিতিরকে একবার দেখেছিল, হয়তো ভেবেছিল নুরের কোলে আমার কন্যা)। আমি বললাম, “ও নুরের মেয়ে”।
ম্যাথিউ তখন তাকে বললো, “তোমার বাবাকে নিয়ে নিশ্চয়ই তুমি গর্বিত। এতো মানুষ তাকে চেনে! এই টেবিলের সব সম্মানিত মানুষ তার বন্ধু!” এ গল্পটা কখনো আমি লিখিনি, কাউকে বলিওনি। নুরের সাথে আমার শত-সহস্র স্মৃতি আছে। কদিন আগেও ঢাকার রাস্তায় (আমি গাড়িতে ছিলাম) হঠাৎ দেখা হতেই কাছে এসে চিরচেনা হাসি দিয়ে হ্যান্ডশেক করলো। জুলাই আন্দোলনে নুর গ্রেফতার হলে আমাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন ইউরোপের একটি প্রভাবশালী দেশের সাবেক রাষ্ট্রদূত। এরকম কতো কতো স্মৃতি! কিন্তু, কেন যেনো উপরোক্ত স্মৃতিটাই মনে পড়লো। পরিশেষে বলি, দেশ-বিদেশের রাজনীতি সচেতন সবাইতো নুরকে চেনেন। তার কোনো দোষ থাকলেও তাকে এভাবে প্রহার- কোনো যুক্তিতেই দাঁড় করানো যায় না। নুর সহ অন্য আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। দোষীদের বিচার হোক।”