
লাল টিশার্ট পরিহিত এই ব্যক্তি নিউইর্য়কে আখতার হোসেন ও তাসনিম জারাকে হেনস্থাকারীদের সম্ভাব্য একজন। ফেসবুকে এই ব্যক্তিকে Borhan Uddin নামের এক ব্যক্তি হিসেবে প্রচার করে হামলায় শিবিরও জড়িত এমন প্রচার দেখা গেছে।
তবে, লাল টিশার্ট পরিহিত ব্যক্তি বোরহান উদ্দিন নন। বোরহান উদ্দিন এর ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায় তিনি বাংলাদেশেই থাকেন।

লাল টিশার্ট পরিহিত ব্যক্তির বাড়ি চাঁদপুরের কচুয়ায়, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই ব্যক্তির সার্টিফিকেট নাম মোঃ বায়জিদ, বর্তমান ফেসবুক আইডির নাম RS Shuvo. তার ফেসবুক পেজের নাম Voice of Shovo USA – শুভ আমেরিকা, পেজে তিনি নিজেকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এর কর্মী হিসেবে উল্লেখ করেছেন।
তার পেজটি ২০১৮ সালে Vice President Dhaka Polytechnic Institute Chatra league নামে খোলা হয়েছিল। তিনি চাঁদপুর পলিটেকনিকেও পড়াশোনা করেছেন।








































