প্রচ্ছদ জাতীয় ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন কর্মকর্তা, যা বললেন পিনাকী

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন কর্মকর্তা, যা বললেন পিনাকী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর সিদ্ধান্ত নেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সেখানে তিনি ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘গতকালকে ভারতে কোনো প্রশিক্ষণে না পাঠানোর আহ্বান জানানো হয়েছে, অথচ নাহিদের মন্ত্রণালয় ভারতে কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠাচ্ছে। আমি যা বলবো, তার উল্টাটাই করবে এরা।

নাহিদকে অভিনন্দন।’এছাড়া তিনি একটি নথির ছবি শেয়ার করেন। যেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর সিদ্ধান্তের বিষয়টি দেখা যায়।

সূত্র: কালের কণ্ঠ