
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের সমস্ত আর্মি কমান্ডারদের ‘কাইনেটিক ডোমেইনে’ যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি পাল্টা আঘাত হানার পূর্ণ অনুমতি দিয়েছেন। শনিবার (১০ মে) ভারতের ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনসের (ডিজিএমও) মধ্যে হওয়া আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনীর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জানানো হয়েছে, ‘শনিবার (১০ মে) ডিজিএমও এর আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, তা লঙ্ঘিত হলে কাইনেটিক ডোমেইনে (অস্ত্র চালনা বা সামরিক গতিবিধির মাধ্যমে প্রত্যুত্তর) প্রতিক্রিয়ার জন্য সেনাপ্রধান কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন।’
শনিবার (১০ মে) রাতে আকাশসীমা লঙ্ঘনের পর সেনাপ্রধান পশ্চিম সীমান্তে কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তারপরেই এই সিদ্ধান্ত জানান।
এর আগে, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামেসন্ত্রাসীদের হাতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সুনির্দিষ্ট ক্রুজ মিসাইল হামলা চালায় পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ড্রোনের মাধ্যমে ভারতের বেসামরিক এলাকায় হামলা চালায়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |