
ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সাবেক ডিরেক্টর অলোক জোশী দেশটির উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় থেকে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এতোদিন পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালই একচ্ছত্র দায়িত্ব পালন করেছেন।
যদিও পহেলগাম হত্যাকাণ্ডের জেরে তার ভূমিকা কিছুটা নিয়ন্ত্রণ করা হল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই।
ভারতের ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে স্থান পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকেরা। খবর টাইমস অব ইন্ডিয়ার
সেই সঙ্গে রয়েছেন সাবেক কূটনীতিক বি বেঙ্কটেশ বর্মা। ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) পিএম সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) একে সিংহ এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না রয়েছেন উপদেষ্টা পর্ষদে।
উল্লেখ্য, অলোক জোশী ভারতের গোয়েন্দা সংস্থা, গবেষণা ও বিশ্লেষণ শাখার প্রধান ছিলেন। এখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।
লখনৌয়ের বাসিন্দা অলোক যোশি। তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৬ সালে হরিয়ানা ক্যাডারে ভারতীয় পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগদান করেন। পরে ২০০৫ সালে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর যুগ্ম পরিচালক হন তিনি।
২০১০ সালে তিনি ‘র’তে বিশেষ সচিব হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১২ সালের ৩০ ডিসেম্বর ‘র’-এর সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
মণিপুর ও ত্রিপুরার ১৯৭৭ ব্যাচের আইপিএস ক্যাডারের জোশি এবং অমিতাভ মাথুর শীর্ষ পদের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। মাথুর ১৯৮১ সালে ‘র’-তে যোগদান করেন এবং আইপিএস থেকে RAS ক্যাডারে স্থানান্তরিত হন। যদিও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেটের (ভারতের) নিয়োগ কমিটি জোশিকেই বেছে নিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |