প্রচ্ছদ খেলাধুলা ভারতের বিপক্ষে খেলছেন না লিটন, নতুন অধিনায়কের নেতৃত্বে নামবে দল

ভারতের বিপক্ষে খেলছেন না লিটন, নতুন অধিনায়কের নেতৃত্বে নামবে দল

এশিয়া কাপের সুপার ফোর জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। শক্তিশালী শ্রীলঙ্কাকে সেই ম্যাচে হারিয়ে দারুণ ছন্দে থাকা টাইগারদের প্রতিপক্ষ এবার প্রতাপশালী ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

এ ম্যাচ যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে এশিয়া কাপের ফাইনাল। যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো অধিনায়ককেই ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে!

এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে দলপতি লিটন দাস ভারতের বিপক্ষে খেলছেন না। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে অধিনায়কত্বেও আসবে পরিবর্তন। এদিন লিটন দাসের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন জাকের আলী। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।