প্রচ্ছদ জাতীয় ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন মামুনুল হক

ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন মামুনুল হক

ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দেব।’

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে এক বাংলাদেশ খেলাফত মজলিশের মাদারীপুর জেলা শাখার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক। দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন।

তিনি বলেন, ‘পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কাল নাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল দিতো। আর দিনে বেলায় ওঝা হয়ে ঝাড়তো। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো। এখন আওয়ামী লীগ নেই।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি হাবিব আহমাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চন্দ্রিবর্দির পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

সূত্রঃ The Daily Campus

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।