প্রচ্ছদ বিনোদন ভাইরাল সেফুদা কি সত্যিই মারা গেছেন? যা জানা গেলো

ভাইরাল সেফুদা কি সত্যিই মারা গেছেন? যা জানা গেলো

২৪ জুলাই দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর খবর। বিভিন্নজন তাদের ফেসবুক আইডি এবং পেজে এ খবর ছড়িয়ে দেন।

তবে সারাদিন অপেক্ষা করেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সেফুদার ব্যক্তিগত আইডি ঘুরে দেখা যায়, সর্বশেষ ৫ জুলাই তিনি একটি পোস্ট করেন। তাতে লেখা আছে, ‘২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা’।

সেফুদার মুত্যুর খবর ছড়িয়ে পড়লেও অনেকেই এ খবরকে গুজব বলে নিজেদের আইডিতে পোস্ট করেছেন। কেননা এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

আজ হঠাৎ করে খবর রটে যায়, তিনি অস্ট্রিয়ার স্থানীয় সময় বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন। এই খবরে তার ঘনিষ্ঠজনের বরাত থাকলেও পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুনগোরখোদক মনু মিয়ার মৃত্যুতে নেটজুড়ে শোকপ্রথম পিরিয়ডেই হারিয়ে গেলো একটি জীবন
আবার অনেকেই এ খবরকে গুজব আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। এখন প্রশ্ন হতে পারে, তিনি কি সত্যিই মারা গেছেন? নাকি আগের মতোই গুজব ছড়ানো হয়েছে?

যদিও এ বিষয়ে কোনো গণমাধ্যমই এখনো নিশ্চিত করতে পারেনি। ফলে ধোঁয়াশা কাটছে না। হয়তো তিনি তার পেজ থেকে লাইভে এলেই ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। সে পর্যন্ত হয়তো অপেক্ষাই করতে হবে।

২০২০ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। এই প্রবাসী বাংলাদেশি নানান বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ‘ভাইরাল তারকা’ হয়ে যান।

অদ্ভুত পোশাক পরে হাতে মদের গ্লাস নিয়ে অকথ্য ভাষায় বাংলাদেশের মানুষকে আক্রমণ করতে থাকেন। সমসাময়িক যে কোনো বিষয়ে তিনি অপ্রকৃতস্থ কথা বলতে থাকেন।