প্রচ্ছদ জাতীয় ব্রেকিং নিউজঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

ব্রেকিং নিউজঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। সেখানে যাচ্ছে আরো ২৬ ইউনিট। ইউনিট।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।