ব্যক্তিগত গাড়ি চালকদের মধ্যে একটি অংশ লোভে পড়ে অপহরণ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উত্তরার আলোচিত হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন ভয়াবহ তথ্য পেয়েছে গোয়েন্দারা। ভারতের মেঘালয়ে নিয়ে হাসিবকে নির্যাতন করার সঙ্গে প্রতিবেশী দেশের কেউ জড়িত কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
গত ২৬ ডিসেম্বর কৌশলে হাসিবকে ময়মনসিংহ নিয়ে যায় তার বাসারই ব্যক্তিগত গাড়ি চালক ছামিদুল। ডিবি বলছে, বড়লোক হওয়ার নেশায় ছামিদুল এমন কাজ করলেও চালকদের একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের প্রমাণ পেয়েছে তারা।
অপহরণের এক মাস পরে গত ২৪ জানুয়ারি উদ্ধার করা হয় হিমেলকে। র্যাব ও ডিবির হাতে গ্রেপ্তার হয় চালক ছামিদুসহ আরও নয়জন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার ইউপি চেয়ারম্যান মামুনসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আরও জানান, অপহরণের পর হাসিবকে ময়মনসিংহ হয়ে নিয়ে যাওয়া হয় মেঘালয়ে। তাই ঘটনার সঙ্গে ভারতীয় কেউ জড়িত ছিলো কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। অপহৃতকে উদ্ধারে মেঘালয় পুলিশ সহযোগিতা করেছে বলেও জানিয়েছেন তিনি।
ব্যক্তিগত গাড়ির চালক নির্বাচনে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধও জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |