সারাদেশ: শুক্রবার জাঁকজমক আয়োজনে বিয়ে হয় সাজেদুর রহমানের। পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার সর্বরামপুরেই তার শ্বশুরবাড়ি। রীতি অনুসারে বিয়ের পরদিন শনিবার তার বাড়িতে চলছিল বৌভাতের আয়োজন। দুপুরে সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলার ভবানীপুর বাজারে দই-মিষ্টি নিতে যায়।
এরপর বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়োন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়েযান তিনি। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করেন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ততক্ষণে তার জীবন প্রদীপ নিভে গেছে, জানান চিকিৎসক।
হৃদয়বিদারকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েন সাজেদুরের দুলাভাই রতন আলী। তিনি বলেন বিয়েকে কেন্দ্র করে সকল আনন্দ কান্নায় গিয়ে শেষ হলো। নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার তদর্ন্ত কর্মকর্তা লুৎফর রহমান।
সূত্র: Channel24online
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |