
বিএপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় জেল খেটেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের পৌর আজিম শাহ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এ সভার আয়োজন করে।
তিনি বলেন, বিগত ১৭ বছর তার প্রতি জুলুম-নির্যাতন করা হয়েছে। তিনি হেঁটে জেলে গেছেন, আর অসুস্থ অবস্থায় জেল থেকে বেরিয়ে এসেছিলেন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে স্যাঁতসেঁতে অন্ধকার কারাগারে রেখেছিল স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা উনাকে দেশ-বিদেশে ডাক্তার দেখিয়েছি, কিন্তু তিনি পরিপূর্ণ সুস্থ হতে পারেননি। তিনি এখন অনেক বেশি অসুস্থ। তার সুস্থতার জন্য এখন সারা দেশের মানুষ প্রার্থনা করছে। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। তার সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে ও দেশের নারীদের উন্নয়নে গ্রামে গ্রামে কাজ করেছেন।
তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশেই জিয়া পরিবারের সুনাম রয়েছে। মাত্র অল্প কিছু বছর প্রেসিডেন্ট থাকাকালে জিয়াউর রহমান বাংলাদেশের জন্য অনেক কাজ করেছেন। এজন্য গ্রামে-গঞ্জে প্রতিটি স্থানে তিনি ও তার পরিবার অনেক বেশি জনপ্রিয়। সারা বিশ্বে জিয়া পরিবারের সুনাম রয়েছে। তাই এখন বেগম জিয়ার জন্য সকল মানুষ দোয়া করছেন।
সূত্র: বাসস












































