প্রচ্ছদ খেলাধুলা বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ ভেস্তে গেলে কী হবে, যা রয়েছে নিয়মে

বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ ভেস্তে গেলে কী হবে, যা রয়েছে নিয়মে

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারে শান্তরা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ-ভারত ম্যাচেও হানা আনতে পারে বৃষ্টি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি কিছুটা হলেও ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দ্বীপে এখন চলছে বর্ষাকাল, তাই দুই দলের এই লড়াইয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৈরি আবহাওয়া।

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, সুপার এইট পর্বে কোনো ম্যাচের জন্যই নেই রিজার্ভ ডে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এমনটি হলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ২ ম্যাচে ৩। বাংলাদেশের পয়েন্ট হবে ২ ম্যাচে ১। সেক্ষেত্রে জমে যেতে পারে সেমিফাইনালের দৌড়।

কারণ, শেষ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। এমনকি, শেষ ম্যাচে হেরে বিদায় নেওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে টিম ইন্ডিয়ার।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।