প্রচ্ছদ জাতীয় বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পাচ্ছে বিএনপি

বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পাচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ জন্য দলটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার এবং গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর প্রথম আলোকে বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান যখন সারা দেশে জনসংযোগ করবেন এবং মানুষের সঙ্গে মিশবেন, তখন তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সে কারণেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি, তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে।

বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্র সম্প্রতি প্রথম আলোকে জানায়, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিবেচনাধীন আছে।

বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং বিদেশি দূতাবাসসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এ ধরনের অনুমতি দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য অতীতে এমন অনুমতি খুব কমই দেওয়া হয়েছে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) সূত্রে জানা যায়, জাপান, কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। অতীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়েছিল।

সূত্র: যুগান্তর