প্রচ্ছদ অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে ১ মাসের মধ্যে সয়াবিনের দাম সর্বনিম্ন

বিশ্ববাজারে ১ মাসের মধ্যে সয়াবিনের দাম সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী রয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরও কমেছে। এদিন পণ্যটির মূল্য গত ১ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিল থেকে সয়াবিনের চালান অধিক বেড়েছে। এই পরিস্থিতিতে আরেক বৃহৎ উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের পণ্যটির রপ্তানি বিক্রি কমে গেছে। কারণ, সস্তায় বেচতে হচ্ছে তাদের। ফলে চাপে পড়েছে ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির বাজার।

সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাপক সয়াবিন মাড়াই করেছে ব্রাজিল। স্বভাবতই বিশ্ববাজারে সরবরাহ বাড়িয়েছে দেশটি। ইতোমধ্যে বৈশ্বিক বাজারে আধিপত্য বিস্তার করেছে তারা। তাতে তেলবীজটি বিক্রি করতে অসুবিধার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকরা। উদ্ভূত পরিস্থিতিতে ব্রাজিলিয়ানদের চেয়ে কম দামে পণ্যটি বেচতে হচ্ছে মার্কিন ব্যবসায়ীদের।

এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১১ ডলার ৭৫ সেন্টে। গত ৮ মার্চের পর যা সবচেয়ে কম। চলতি সপ্তাহের শুরুতেও বিগত ১ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল তেলবীজটির দর। সেসময় বুশেলপ্রতি দাম নিষ্পত্তি হয় ১১ ডলার ৮২ সেন্টে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক তথ্যে ইউএস কৃষি বিভাগ জানায়, চলমান সপ্তাহের প্রথমদিকে গত ১ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে সয়াবিনের দাম। এখনও প্রায় সেই দরেই বিকোচ্ছে।

|